বাইকের নিচে চাপা পড়েও প্রতিশোধ নিলো সাপ, ভিডিও ভাইরাল ।
বাইকের নিচে চাপা পড়েও প্রতিশোধ নিলো সাপ, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ
প্রকাশিত: রোববার, ১৬ নভেম্বর ২০২৫ , ০২:০৩ পিএম
শেয়ার করুন:
বিজ্ঞাপন
বাইক চালানোর সময় অল্পের জন্য চাপা পড়া থেকে বেঁচে যাওয়া একটি সাপ আর সেই সাপের ‘প্রতিশোধমূলক’ ছোবলে জখম হলেন এক তরুণ! এমনই চাঞ্চল্যকর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে এনেছে ‘সঞ্জু যাদব’ নামে এক্স প্ল্যাটফর্মের একটি অ্যাকাউন্ট। যদিও ভিডিওটির সত্যতা, সময় বা স্থান কোনোটিই স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
বিজ্ঞাপন
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাস্তার ওপর শুয়ে ছিল একটি ছোট সাপ, দেখতে গোখরোর বাচ্চার মতো। রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল সেটি। ঠিক সেই সময় একটি মোটরবাইক নিয়ে সেখানে চলে আসেন এক তরুণ। সাপটিকে না দেখে তিনি প্রায় তার উপর দিয়েই চালিয়ে দেন বাইক। অল্পের জন্য প্রাণে বাঁচে সাপটি। রক্ষা পেলেও ফণা তুলে আক্রমণাত্মক ভঙ্গিতে ওঠে সে।
তরুণ প্রথমে বিষয়টি খেয়াল করেননি। পরে বাইক থামিয়ে ঘোরানোর সময় তার পা চলে আসে সাপের মুখের সামনে। সঙ্গে সঙ্গে মোক্ষম ছোবল বসায় সাপটি। আতঙ্কে ভারসাম্য হারিয়ে বাইক থেকে পড়ে যান ওই তরুণ। এরপর আর কিছু না ভেবেই বাইক ফেলে দৌড়াতে থাকেন তিনি। পুরো ঘটনাটি ধরা পড়ে নিকটবর্তী সিসিটিভি ক্যামেরায়।
Copied from: https://rtvonline.com/

Comments
Post a Comment