দেশ গঠনে বিএনপিই বেশি সোচ্চার বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির একাধিক নেতা-কর্মী জানান, দলীয় গুরুত্বপূর্ণ পদে থেকে এমন অসামাজিক কার্যকলাপ অত্যন্ত দুঃখজনক ও দলের ভাবমূর্তির জন্য হানিকর। তারা মনিরের বিরুদ্ধে দ্রুত দলীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। 


এ বিষয়ে গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ বলেন, ‘ভিডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে। সত্যতা প্রমাণিত হলে মনিরের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’



তানভীর সিরাজ বলেন, ‘কোনো ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না, এ ধরনের ঘটনায় দলের ভাবমূর্তি নষ্ট হোক, তা আমরা বরদাস্ত করব না।’ 

Comments

Popular posts from this blog

বাংলাদেশকে অস্ত্র তৈরীর প্রযুক্তি দিলো চীন