ঘূর্ণিঝড় নিয়ে নতুন করে যা জানা গেল।

 


ঘূর্ণিঝড় নিয়ে নতুন তথ্য দিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।


শুক্রবার (২১ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিডব্লিউওটি জানায়, দক্ষিণ-পূর্ব আন্দামান সাগর ও এর তৎসংলগ্ন এলাকায় একটি সার্কুলেশন তৈরি হয়েছে। এটি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপে পরিণত হতে পারে।

 

‘পরবর্তীতে এই সিস্টেমটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তবে, এটি বাংলাদেশে আঘাত হানবে কিনা সেটা এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয়।’


আরও পড়ুনঃ সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লংমার্চ কর্মসূচিতে পুলিশের বাধা

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম আরও জানায়, ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত হানতে পারে তার সম্পর্কে আরও তিন থেকে চারদিন পরে ক্লিয়ার ধারনা পাওয়া যাবে। কিন্তু এর প্রভাবে মাস শেষে বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে।

এদিকে, শৈত্যপ্রবাহ নিয়ে বিডব্লিউওটির আরেক পোস্টে বলা হয়, দেশে শীতের আমেজ ছড়িয়ে পড়লেও নভেম্বরের বাকি দিনগুলোতে শৈত্যপ্রবাহের প্রবল সম্ভাবনা নেই। তবে, এই সময় দেশের তাপমাত্রা কখনও বাড়বে, আবার কখনও কমবে। অর্থাৎ দোলাচলে থাকবে আবহাওয়া।


আরও পড়ুনঃ বিশ্ববাজারে আরও কমলো সোনা-রুপার দাম, দেশে ভরি কত

‘দেশজুড়ে পরিপূর্ণ শীত উপভোগ করতে হলে শৈত্যপ্রবাহের আগমনের অপেক্ষা করতে হবে। তার আগ পর্যন্ত ‘এই শীত, এই গরম’ বদলাচ্ছে আবহাওয়া পরিস্থিতি চলবে।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

হাসপাতালে জামা খুলে হবু স্ত্রীর সঙ্গে চিকিৎসকের নাচ, ভিডিও ভাইরাল।

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়