২০ বর্গাচাষির ধান কেটে দিল বিএনপির নেতাকর্মীরা।
ফেনীতে ২০ বর্গাচাষির পাঁচ বিঘা জমির ধান কেটে দিয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের সদস্যরা।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের পূর্ব ছিলোনিয়া গ্রামে ফেনী পৌর বিএনপি, কৃষক দল ও যুবদলের ৪০ নেতাকর্মী এ ধান কেটে দেন।
আরও দেখুন
শিক্ষা সংবাদ
আইন পরামর্শ
দলীয় সূত্রে জানা যায়, ধান কাটা শ্রমিকের সংকট ও শ্রমের মূল্য অত্যধিক হওয়ায় বর্গাচাষি বিধবা রাশেদা আক্তার, জয়নাল আবেদীন, সনাতন ধর্মাবলম্বী মিন্টুসহ ২০ জনের পাঁচ বিঘা জমির ধান কেটে দিয়েছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৪০ নেতাকর্মী। এতে সহজেই ধান কাটা হওয়ায় কৃষকরা অত্যধিক খুশি।
পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঞা বলেন, শুক্রবার সকালে পূর্ব ছিলোনিয়া গ্রামের ২০ বর্গাচাষির পাঁচ বিঘা জমির ধান কেটে দিয়েছি। শুধু কাটা নয়, বাড়িতে পৌঁছে দিয়ে ধান মাড়িয়েও দেব আমরা। আমরা জানতে পারি শ্রমিক সংকট আর উচ্চমূল্য শ্রম হওয়ায় এ গ্রামের অনেক বর্গাচাষি ধান ঘরে তুলতে পারছেন না, তখনই জেলা যুবলের সদস্য আহসান সুমনের সার্বিক তত্ত্বাবধানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এমন উদ্যোগ গ্রহণ করি। প্রান্তিক কৃষকের পাশে থাকতে হবে, সাধারণ জনগণকে নিয়েই রাজনীতি করতে হবে। এভাবেই দেশ এগিয়ে যাবে।জেলা যুবদলের সদস্য আহসান সুমন, পৌর কৃষক দলের সদস্য সচিব বেলাল পাটোয়ারীসহ ছনুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধান কাটায় অংশ নেন।

Comments
Post a Comment