মির্জা ফখরুলের ভিডিও ফেসবুকে শেয়ার, পদ হারালেন ছাত্রদল নেতা



সারাদেশ

মির্জা ফখরুলের ভিডিও ফেসবুকে শেয়ার, পদ হারালেন ছাত্রদল নেতা

হাসানউজ্জামান, জেলা প্রতিনিধি ফরিদপুরহাসানউজ্জামান, জেলা প্রতিনিধি ফরিদপুর

প্রকাশিত : ২২:৪৪, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ২২:৫০, ১৬ নভেম্বর ২০২৫

মির্জা ফখরুলের ভিডিও ফেসবুকে শেয়ার, পদ হারালেন ছাত্রদল নেতা

খাইরুল ইসলাম ওরফে রোমান। ছবি: চ্যানেল 24


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক ভাইরাল ভিডিও নিজের ফেসবুকে শেয়ার দেয়ায় পদ হারিয়েছেন ফরিদপুর জেলা ছাত্রদলের এক নেতা। রোববার (১৬ নভেম্বর) বিকেলে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো 

বহিষ্কৃত ওই নেতার নাম খাইরুল ইসলাম ওরফে রোমান (৩২)। তিনি ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে ছিলেন। ২০১৮ সালে ছাত্রদলের প্যানেল থেকে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থী হিসেবে ভিপি পদে নির্বাচন করে পরাজিত হন। খাইরুল ভাঙ্গা উপজেলার বাসিন্দা।


প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোমানকে তার পদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্তটি অনুমোদন করে সব পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে রোমানের কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেন।


এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে খাইরুল ইসলাম রোমান বলেন, ‘বিএনপি মহাসচিবকে নিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছিলাম। পরে ভুল বুঝতে পেরে পোস্ট ডিলিট করে ক্ষমা চেয়েছি। তারপরও আমাকে বহিষ্কার করা হয়েছে। এখন এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাই না।’

Comments

Popular posts from this blog