ভূমিকম্পে ঢাবিতে আতঙ্ক, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ৬.
ভূমিকম্পে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ছয় শিক্ষার্থী আহত হয়েছেন।
২০ টা ৪৫ মিনিট, ২২ নভেম্বর ২০২৫
ভূমিকম্পে ঢাবিতে আতঙ্ক, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ৬
ভূমিকম্পে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ছয় শিক্ষার্থী আহত হয়েছেন।
ভূমিকম্পে ঢাবিতে আতঙ্ক, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ৬
মহানগর ডেস্ক
২ মিনিটে পড়ুন
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়।
এ সময় তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে শামসুন্নাহার হলে তিনজন, কুয়েত মৈত্রী হলে একজন, বেগম রোকেয়া হলে একজন ও মাস্টারদা সূর্যসেন হলে একজন আহত হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, রাজধানীতে সন্ধ্যায় মাত্র এক সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। দুটির উৎপত্তিস্থল ছিল ঢাকা ও তার পার্শ্ববর্তী নরসিংদীতে। আকস্মিক এই কম্পনে আবারও আতঙ্কিত হয়ে পড়েন নগরবাসী।
আরও পড়ুন: রাজধানীতে আবারও ভূমিকম্প
শনিবার (২২ নভেম্বর) রাতে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার প্রথম ভূমিকম্পটি হয়। এর এক সেকেন্ড পর, অর্থাৎ সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্পটি হয়, যার মাত্রা ছিল ৪ দশমিক ৩।
প্রথমে দুটি কম্পনের উৎপত্তিস্থলই বাড্ডায় জানালেও, পরে এই আবহাওয়াবিদ তথ্য সংশোধন করে জানান, প্রথম কম্পনের (৩.৭ মাত্রা): উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডায় এবং দ্বিতীয় কম্পনের (৪.৩ মাত্রা): উৎপত্তিস্থল ছিল নরসিংদীতে।
এর আগে সকালেও নরসিংদীতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। জেলার পলাশ উপজেলায় সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার কম্পনটি অনুভূত হয়েছিল।
গতকাল শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের ভূমিকম্প সারা দেশেই অনুভূত হয়। এতে সারা দেশে শিশুসহ অন্তত ১০ জন নিহত এবং ৬ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

Comments
Post a Comment