Health tips নখ কাটার মেশিনে এই ফুটোটা কেন থাকে -জানলে অবাক হবেন!

 বিশেষজ্ঞরা বলছেন, নেইল কাটারের এই ছোট ফুটোটির আসল উদ্দেশ্য অনেকেই জানেন না। মূলত এই ফুটোটি দিয়ে নেইল কাটারকে চাবির রিং হিসেবে ব্যবহার করা যায়। সহজভাবে বলতে গেলে, ফুটোটিতে চেন বা রিং লাগিয়ে একসঙ্গে চাবির গুচ্ছ বহন করা সম্ভব।







তবে এর ব্যবহার এখানেই সীমাবদ্ধ নয়। নখ কাটারকে বহুমুখী টুল হিসেবেও কাজে লাগানো যায়-









১. মশা তাড়ানোর কয়েল হোল্ডার: নেইল কাটারের ভিতরের অংশ খুলে ফেললে সেটিকে মাটিতে রেখে কয়েল বসানোর স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা যায়।২. তারের খোসা ছাড়ানো: হালকা বৈদ্যুতিক তারের বাইরের আবরণ ছাড়ানোর কাজেও নেইল কাটার কার্যকর হতে পারে।



৩. ভ্রমণ সঙ্গী: ফুটোটিতে সুতো বা ছোট চেন বেঁধে ব্যাগ বা ছকে ঝুলিয়ে বহন করা যায়, ফলে হারানোর আশঙ্কা

সাজসজ্জার কাজে। ফুটোটি ব্যবহার করে রিং বা চেন তৈরি এবং ছোটখাটো কারুকাজও করা যায়।



৫. নখের টুকরো বের করা: কাটার ব্যবহারের পর ভিতরে আটকে থাকা নখের টুকরো ফুটোটির সাহায্যে সহজেই বের করা সম্ভব।



৬. তারের বাঁকানো: অ্যালুমিনিয়াম বা পাতলা ধাতব তার বাঁকাতেও এই ফুটো ব্যবহার করা যায়।

Countdown Timer

Comments

Popular posts from this blog

ফের ভূমিকম্প।

হাসপাতালে জামা খুলে হবু স্ত্রীর সঙ্গে চিকিৎসকের নাচ, ভিডিও ভাইরাল।

দেশে আবারও ভূমিকম্প অনুভূত