জেনে নিন কোন কোন অভ্যাস বাড়িয়ে তোলে ক্যানসারের

 


কেউ জানে না কেন ক্যানসার হয়। এর কোনো সুনির্দিষ্ট উত্তর নেই কারও কাছেই। তবে ধারণা করা যাচ্ছে, ক্যানসার শুধুই বংশগত রোগ। কিন্তু চিকিৎসকরা বলছেন অন্য কথা- অনিয়ন্ত্রিত লাইফস্টাইলও ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে তোলে। অর্থাৎ বর্তমানে অস্বাস্থ্যকর জীবনযাপন ভবিষ্যতে ক্যানসারের অন্যতম ‘রিস্ক ফ্যাক্টর’।আবার কিছু বিষয় আছে যেগুলো ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে তোলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলেছে, প্রতিদিনের জীবনের স্বাস্থ্যকর অভ্যাসগুলো ক্যানসারের ঝুঁকি ৩০-৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে।প্রথমেই ধূমপান ছাড়ুন। আমেরিকান ক্যানসার সোসাইটির মতে, তামাকজাত দ্রব্যে প্রায় ৭০টি কার্সিনোজেনিক উপাদান রয়েছে। ধূমপান শুধু ফুসফুসের ক্যানসারের ঝুঁকিই বাড়ায় না। মুখ, প্যানক্রিয়াসসহ আপনার শরীরের বিভিন্ন অঙ্গে ক্যানসারের কোষ বৃদ্ধি পেতে পারে ধূমপানের কারণে। তাই ক্যানসারের হাত থেকে রক্ষা পেতে এখনই ধূমপানের অভ্যাস ত্যাগ।মদপান চলবে না। মদপান মানেই বিষপান। ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের মতে, যতই নিয়ন্ত্রণে মদপান করুন, তাতেও স্তন, লিভার ও কোলন ক্যানসারের ঝুঁকি বাড়ে। শরীরে অ্যালকোহল ভেঙে অ্যাসিটালডিহাইডে পরিণত হয়। এটি একটি বিষাক্ত রাসায়নিক, যা ডিএনএ'র ক্ষতি করে এবং ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

Countdown Timer

Comments

Popular posts from this blog

ফের ভূমিকম্প।

হাসপাতালে জামা খুলে হবু স্ত্রীর সঙ্গে চিকিৎসকের নাচ, ভিডিও ভাইরাল।

দেশে আবারও ভূমিকম্প অনুভূত