হঠাৎ হঠাৎ ‘ভূমিকম্প-ভূমিকম্প’ লাগছে? জেনে নিন যে সমস্যা হচ্ছে আপনার

 


সাম্প্রতিক ৩৬ ঘণ্টায় দেশে পরপর চারটি ভূমিকম্পের পর অনেকের মধ্যেই দেখা দিয়েছে নতুন এক অস্বস্তিকর অভিজ্ঞতা—ভূমিকম্প না হলেও যেন দুলুনি অনুভব হওয়া। অনেকে আবার অনিদ্রা ও উদ্বেগেও ভুগছেন।


সমস্যাটির নাম কী?

ভূমিকম্পের পর এমন অনুভূতিকে বিশেষজ্ঞরা বলেন পোস্ট–আর্থকোয়েক ডিজিনেস সিনড্রোম (PEDS)। জাপানে এটি পরিচিত জিশিন-ইয়োই নামে, যার অর্থ ‘ভূমিকম্প মাতলামি’। আক্রান্তদের শরীর এমন আচরণ করে যেন এখনো চারপাশ দুলছে বা নড়ছে।


কেন এমন হয়?

ডাক্তারদের মতে, এর পূর্ণ কারণ এখনো পরিষ্কার নয়। তবে কানের ভেতরে ভারসাম্য রক্ষাকারী অংশ ভূমিকম্পের ঝাঁকুনিতে অস্থির হয়ে যায়। সেইসঙ্গে ভয় ও মানসিক চাপ মস্তিষ্কে দুলুনির স্মৃতি টিকে রাখে। তাই বাস্তব কম্পন শেষ হলেও শরীর যেন তা অনুভব করতে থাকে। এই অবস্থার কিছু লক্ষণ পোস্ট–ট্রম্যাটিক স্ট্রেস ডিসঅর্ডার (PTSD)-এর সঙ্গেও মিলে যায়।


কী কী লক্ষণ দেখা দেয়?

পেড্‌সের সাধারণ লক্ষণ হলো মাথা ঘোরা ও চারপাশ দুলছে মনে হওয়া। কিছু ক্ষেত্রে বাড়তি সমস্যা দেখা দিতে পারে—

Countdown Timer

Comments

Popular posts from this blog

ফের ভূমিকম্প।

হাসপাতালে জামা খুলে হবু স্ত্রীর সঙ্গে চিকিৎসকের নাচ, ভিডিও ভাইরাল।

দেশে আবারও ভূমিকম্প অনুভূত