ওয়াশরুম থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের চকবাজার থানার তৃতীয় তলায় এএসআই ব্যারাকের ওয়াশরুম থেকে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ নভেম্বর) সকালে সহকর্মীরা ওয়াশরুমে এএসআই অহিদুর রহমানের ঝুলন্ত দেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে বিষয়টি থানার দায়িত্বশীলদের জানান।
পরে বেলা পৌনে ১টার দিকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতাল সূত্র জানায়, সেখানে নিয়ে যাওয়ার পর পরীক্ষা–নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক অহিদুর রহমানকে মৃত ঘোষণা করেন।
নিহত এএসআই অহিদুর রহমানের বাড়ি নোয়াখালীর কবিরহাট এলাকায়। ঘটনাটি কীভাবে ঘটেছে তা নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Comments
Post a Comment