বেগম খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে

 


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বুকে সংক্রমণ দেখা দিয়েছে, পাশাপাশি তার হার্ট ও ফুসফুসও আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।


আজ রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাতে সাংবাদিকদের সামনে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট দিতে গিয়ে তিনি এ তথ্য জানান। ডা. সিদ্দিকী বলেন, বেগম খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন হয়েছে, হার্ট ও ফুসফুসও আক্রান্ত। আগামী ১২ ঘণ্টা তাকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে রাখা হবে।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বেগম জিয়া কতদিন হাসপাতালে থাকবেন, তা এখনই বলা যাচ্ছে না। শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে।


রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরে স্বাস্থ্যগত বিভিন্ন পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার আরেক ব্যক্তিগত চিকিৎসক আল মামুন জানান, কয়েকটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করার জন্যই এই ভর্তি।

Countdown Timer

Comments

Popular posts from this blog

ফের ভূমিকম্প।

হাসপাতালে জামা খুলে হবু স্ত্রীর সঙ্গে চিকিৎসকের নাচ, ভিডিও ভাইরাল।

দেশে আবারও ভূমিকম্প অনুভূত