দেশের যেসব অঞ্চল ভূমিকম্প থেকে তুলনামূলক নিরাপদ ।

 নতুন আরও দুই ভূমিকম্প হয়েছে শনিবার সন্ধ্যায়। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মাত্র দুই সেকেন্ডে ঘটে যাওয়া এই দুই ভূমিকম্পের একটির উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডায় এবং আরেকটির উৎপত্তিস্থল নরসিংদীতে। এ নিয়ে গত সাড়ে ৩১ ঘণ্টায় চারবার ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা ও এর আশপাশ।


বিশেষজ্ঞদের মতে, সামনে বড় মাত্রার ভূমিকম্পেরই ইঙ্গিত দিচ্ছে ছোট ও মাঝারি এই ভূমিকম্পগুলো। ভৌগোলিক অবস্থানগত কারণে তেমন ঝুঁকিতেই রয়েছে বাংলাদেশ। তবে, নতুন উদ্ভূত এ আতঙ্কের মধ্যেও অপেক্ষাকৃত নিরাপদ অবস্থানে আছে দেশের কিছু অঞ্চল।


ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় আবহাওয়া অধিদপ্তরের মানচিত্র অনুযায়ী, বাংলাদেশকে মূলত তিনটি জোনে ভাগ করা হয়েছে। এগুলো হলো জোন-১ (উচ্চঝুঁকি), জোন-২ (মাঝারি ঝুঁকি) এবং জোন-৩ (নিম্ন ঝুঁকি)।





নিম্ন ঝুঁকিপ্রবণ (জোন-৩) এলাকার জেলাসমূহ:


খুলনা বিভাগ: খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর।


বরিশাল বিভাগ: বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি।


রাজশাহী বিভাগের পশ্চিমাংশ: (কিছু অংশ জোন-২-এর হলেও পশ্চিমাংশ অপেক্ষাকৃত নিরাপদ)।


বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চলগুলো মূল টেকটোনিক প্লেট বাউন্ডারি (যেমন: ডাউকি ফল্ট, মধুপুর ফল্ট বা মিয়ানমার ফল্ট লাইন) থেকে অপেক্ষাকৃত দূরে থাকায় সরাসরি বড় ধরনের কম্পন সৃষ্টির উৎস হিসেবে বিবেচিত হয় না।

 

অন্যদিকে, দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চল প্রধানত উচ্চ ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে উচ্চ ঝুঁকিপূর্ণ বা জোন-১ এ অবস্থান করছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এবং চট্টগ্রাম ও পার্বত্য এলাকার কিছু অংশ (রাঙামাটি, বান্দরবান)। আর মধ্যম ঝুঁকিপূর্ণ বা জোন-২ এ অবস্থান করছে ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা, নোয়াখালী, বগুড়া এবং রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকা।



আরও পড়ুনঃ অপহরণ নাটক সাজিয়ে নিজের দ্বিতীয় স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি!

উল্লেখ্য, বাংলাদেশের চারপাশে ভূমিকম্পের প্রধান পাঁচটি উৎপত্তিস্থল চিহ্নিত করা আছে। এর একটিকে বলা হয় প্লেট বাউন্ডারি-১, যেটা মিয়ানমার থেকে নোয়াখালী পর্যন্ত। এছাড়া প্লেট বাউন্ডারি-২ নোয়াখালী থেকে সিলেট এবং প্লেট বাউন্ডারি-৩ সিলেট থেকে ভারতের দিকে চলে গেছে। অন্যদিকে, ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় ডাউকি ফল্ট এবং মধুপুর ফল্ট রয়েছে। 


যদিও নিম্ন ঝুঁকিপ্রবণ অঞ্চলের জেলাগুলো বড় ভূমিকম্পের ক্ষেত্রে তুলনামূলকভাবে নিরাপদ; তবুও বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, দুর্বল অবকাঠামো বা নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হলে রিখটার স্কেলে কম মাত্রার কম্পনেও ক্ষয়ক্ষ

তির আশঙ্কা থেকে যায়।


Countdown Timer

Comments

Popular posts from this blog

ফের ভূমিকম্প।

হাসপাতালে জামা খুলে হবু স্ত্রীর সঙ্গে চিকিৎসকের নাচ, ভিডিও ভাইরাল।

দেশে আবারও ভূমিকম্প অনুভূত