না ফেরার দেশে মেসিকে আর্জেন্টিনা দলে আনার মূল কারিগর স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনা ফুটবল আজ শোকে আবদ্ধ। লিওনেল মেসিকে স্পেন নয়, আর্জেন্টিনার জার্সি গায়ে তোলার পেছনে যিনি ছিলেন সবচেয়ে বড় স্থপতি— সেই ওমর সাউতো আর নেই। জাতীয় দলগুলোর দীর্ঘদিনের ম্যানেজার এই কিংবদন্তি ব্যক্তিত্ব ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিন দশকের বেশি সময় এএফএর আড়ালের শক্তি হয়ে থাকা এই মানুষটির মৃত্যুর খবরে আর্জেন্টিনা ফুটবল মহল থেকে সাধারণ সমর্থক— সবার হৃদয়ে গভীর শোক নেমে এসেছে।
ওমর সাউতোর মৃত্যুতে এক আবেগঘন বিবৃতি দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিবৃতিতে বলা হয়, “অপরিমেয় শোক নিয়ে জানাচ্ছি, জাতীয় দলগুলোর দীর্ঘদিনের ম্যানেজার ওমর সাউতো আর আমাদের মাঝে নেই। ধন্যবাদ, ওমর— তোমার মানবিকতা, অসীম নিবেদন আর আর্জেন্টাইন ফুটবলের প্রতি অকৃত্রিম ভালোবাসার জন্য।”

Comments
Post a Comment