ফোনে এই অ্যাপ থাকলেই সর্ব’নাশ! গ্যালারির ছবি যাচ্ছে হ্যা’কারদের হাতে

 


আপনার ফোনে এমন একটি অ্যাপ লুকিয়ে থাকতে পারে, যা আপনার অজান্তেই গ্যালারির ছবি থেকে শুরু করে ব্যক্তিগত তথ্য চুরি করছে। নতুন এক ভয়ংকর ম্যালওয়ার ‘স্পার্ককিট্টি’। এই ছদ্মবেশী অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মেই সক্রিয়।

দেখতে সাধারণ ক্রিপ্টোকারেন্সি অ্যাপ মনে হলেও, একবার ফোনে ডাউনলোড করলেই বিপদ! ফোনের ফটো গ্যালারিতে থাকা ব্যক্তিগত ছবি, ভিডিওসহ নানা তথ্য চুপিচুপিই হাতিয়ে নিচ্ছে এই অ্যাপ।




কীভাবে কাজ করে এই ম্যালওয়ার?


‘স্পার্ককিট্টি’ অ্যাপটি একধরনের ছদ্মবেশী স্পাইওয়্যার, যা মূলত ব্যাকগ্রাউন্ডে ফোনের ক্যামেরা, গ্যালারি, লোকেশন ও মাইক্রোফোনে প্রবেশাধিকার নিয়ে নেয়। ব্যবহারকারীর অজান্তেই এটি রিমোট সার্ভারের সঙ্গে সংযুক্ত হয়ে ছবি বা তথ্য পাঠিয়ে দেয়।




বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপটি যেহেতু ক্রিপ্টোকারেন্সি অ্যাপের রূপে প্লে স্টোর বা বিভিন্ন উৎসে ছড়িয়ে দেওয়া

করবেন এখন?


অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা:


Settings → Privacy → Permission Manager এ গিয়ে দেখে নিন কোন অ্যাপগুলো ক্যামেরা, মাইক্রোফোন ও লোকেশনের অনুমতি পেয়েছে।




আইফোন ব্যবহারকারীরা:


Settings → Privacy → App Permissions অংশে গিয়ে চেক করুন কোন অ্যাপগুলো আপনার ফোনের স্পর্শকাতর ডেটায় প্রবেশাধিকার পেয়েছে।




Wireshark বা অন্যান্য মনিটরিং টুল যুক্ত হয়েছে কি না তাও নজরে রাখুন।




ইন্টারনেটে এখন প্রতারণার নতুন রূপ, অ্যাপের আড়ালে তথ্য চুরি। তাই অচেনা অ্যাপ ডাউনলোডে সতর্ক থাকুন, প্রয়োজনীয় অ্যাপেই সীমাবদ্ধ থাকুন এবং প্রাইভেসি

Countdown Timer

Comments

Popular posts from this blog

ফের ভূমিকম্প।

হাসপাতালে জামা খুলে হবু স্ত্রীর সঙ্গে চিকিৎসকের নাচ, ভিডিও ভাইরাল।

দেশে আবারও ভূমিকম্প অনুভূত