
ছেলেকে বিষ খাইয়ে মায়ের বিষপান, এক সপ্তাহ পর দুজনের মৃত্যু পঞ্চগড়ে পাঁচ বছরের ছেলেকে বিষ খাইয়ে মা নিজেও বিষপান করেন। এক সপ্তাহ হাসপাতালে থাকার পর বৃহস্পতিবার দুপুরে এক ঘণ্টার ব্যবধানে মা ও ছেলে দুজনেই মারা গেছে। মায়ের নাম বিউটি আক্তার (২৮) এবং তার ছেলের নাম মুসা (৫)। তারা পঞ্চগড় জেলা শহরের নিমনগড় এলাকার মতিউর রহমানের স্ত্রী ও ছেলে। স্বামী মতিউরের অনলাইন জুয়ার আসক্তি ও সংসারে অভাব-অনটনের কারণে পারিবারিক কলহ। আর এই কলহের জেরেই তিনি ছেলেসহ আত্মহত্যা করেছেন বলে দাবি ওই নারীর পরিবারের। তবে অভিযোগ অস্বীকার করেছেন তার স্বামী।